বিমানবন্দরে নেমেই জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বিমানবন্দরে নেমেই জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান প্রবাসী সম্মাননা ২০২৫ পাচ্ছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দিয়েছে দিল্লিপন্থিরা: আলোচনা সভায় অভিযোগ মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার, কাশিমপুর কারাগারে পাঠানো ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ঢাকায় স্মরণকালের বড় সংবর্ধনার প্রস্তুতি বিএনপির ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা সংগ্রহ, আর অনুদান নেবেন না ডা. তাসনিম জারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে সোয়াট ও গোয়েন্দা নজরদারি কূটনৈতিক এলাকায় সহিংসতা: ভারতকে কড়া বার্তা বাংলাদেশের রাজবাড়ীতে জমির আইল নিয়ে সংঘর্ষ, কৃষকের মৃত্যু ডিমের চরের নিরব কান্না ও নীল অর্থনীতির ভবিষ্যত

বিমানবন্দরে নেমেই জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

প্রায় ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নং বিজি-২০২) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নেমে আবেগঘন মুহূর্তে জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। এরপর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

এ সময় তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে কুশল বিনিময় করেন। দীর্ঘদিন পর জামাইকে দেশে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন শাশুড়ি বানু।

এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে আবার যাত্রা শুরু করে বিমানটি।

জানা গেছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। দীর্ঘ এই সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT