
ইউরোপে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করে সৌদি আরবের আল নাসরে যোগ দিয়েছেন সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। মধ্যপ্রাচ্যে নতুন জীবনে মানিয়ে নিলেও তাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতা—এমনটাই জানালেন তিনি। সম্প্রতি রিও ফার্ডিনান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে মানে স্মরণ করেন ইফতারের সময় বাংলাদেশিদের সঙ্গে কাটানো এক আবেগঘন মুহূর্তের কথা।
মানের ভাষ্যে, রমজানের একটি দিনে তিনি রাস্তায় হাঁটছিলেন। রাস্তার ধারে বসা কয়েকজন বাংলাদেশি তাকে ইফতারের আমন্ত্রণ জানান। প্রথমে মজা করে তিনি বলেছিলেন, ‘আপনারা তো আমাকে চেনেন না, আমি কীভাবে বসব আপনাদের সঙ্গে?’ কিন্তু বাংলাদেশিরা তাকে বারবার অনুরোধ করেন—যে কেউ হোক, তাদের সঙ্গে বসে খাবার ভাগাভাগি করতে কোনো সমস্যা নেই।

রিও ফার্ডিনান্ড জানতে চান, তারা কি জানতেন তিনি বিশ্বখ্যাত ফুটবলার? মানে স্পষ্ট করেন—বাংলাদেশিরা তাকে সাধারণ একজন মানুষ ভাবেই ডাকেন। সেই মুহূর্তই তার হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। মানে বলেন, স্থানীয় বাংলাদেশিদের বড় মন, অতিথিপরায়ণতা এবং খাবার ভাগাভাগির সংস্কৃতি তাকে অভিভূত করেছে। তার ভাষায়, “এখানকার মানুষজন অবিশ্বাস্য রকমের আন্তরিক।”