বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী কর্মীদের নাশকতা—বিভিন্ন স্থানে আগুন–বিস্ফোরণ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি

বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫

রিফাত খান ইমন, বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আগামী ২৫ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জেনরা ফ্যাশন ওডিসি–২০২৫: ক্যাম্পাস এডিশন’। ফ্যাশন ব্র্যান্ড জেনরা’র উদ্যোগে এবং বুটেক্স ফ্যাশন সোসাইটির সহ-আয়োজনে আয়োজিত এ ফ্যাশন উৎসবে দেশের তরুণ শিক্ষার্থী ও নবীন ডিজাইনাররা সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও ডিজাইন দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

দিনব্যাপী আয়োজনে সকাল ৮টা থেকে শুরু হবে রেজিস্ট্রেশন ও চেক-ইন কার্যক্রম। সকাল ১০টায় উদ্বোধনী পর্বে থাকবে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়। এরপর অনুষ্ঠিত হবে ‘ইন্টারলেসিং বাংলাদেশ’স ফ্যাশন ডেসটিনি’ শীর্ষক একটি ওপেন ওয়ার্কশপ, যেখানে বাংলাদেশের ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে সাধারণ দর্শক, অংশগ্রহণকারী ও বুটেক্সের শিক্ষার্থীরা তাদের সৃষ্টিশীল কাজ প্রদর্শনের সুযোগ পাবেন।

দুপুরের পর শুরু হবে প্রতিযোগিতার মূল আকর্ষণ ‘জেনরা গ্র্যান্ড রানওয়ে শো’, যা চারটি বিশেষ বিভাগে অনুষ্ঠিত হবে। এতে প্রতিযোগীরা তিনটি ক্যাটাগরিতে তাদের পোশাক ডিজাইন উপস্থাপন করবেন। সন্ধ্যায় হবে ‘হেরিটেজ টু রানওয়ে: দ্য এক্সপেডিশন অব বাংলাদেশি ফ্যাশন’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, যেখানে দেশের প্রখ্যাত ফ্যাশন উদ্যোক্তা, ডিজাইনার ও পেশাজীবীরা তরুণ প্রজন্মের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও মাত্রা অ্যাডভার্টাইজিং এজেন্সির সহ-প্রতিষ্ঠাতা আফজাল হোসেন, বিবিয়ানার প্রতিষ্ঠাতা লিপি খন্দকার, বিশ্বরঙের প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা, ঢাকা কিচ-এর প্রতিষ্ঠাতা কুহু প্লামন্দন, প্রথম আলো হাল ফ্যাশনের কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান, মাস্কো গ্রুপের জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং) শেখ মামুন ফেরদৌস, মাস্কো ডিজাইন হাবের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী তৌহিদুল আলম, এবং ব্লুচিজ-এর চিফ অপারেটিং অফিসার ফজলে রাব্বি, সহ আরও অনেকে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ক্যাটাগরিতে ডিজাইন জমা দেওয়ার সুযোগ পেয়েছেন, যেখানে প্রতিটি ক্যাটাগরিতে সর্বনিম্ন দুইটি ও সর্বোচ্চ তিনটি ডিজাইন গ্রহণযোগ্য ছিল। নির্বাচিত ডিজাইনাররা তাদের ডিজাইন রানওয়েতে উপস্থাপন করবেন এবং ইমার্জিং ডিজাইনারস প্ল্যাটফর্মে ফিচার হওয়ার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার ও মেন্টরশিপের সুযোগ পাবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT