জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানারআপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নয়ন অধিকারী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানারআপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নয়ন অধিকারী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নয়ন অধিকারী

বাংলাদেশ জাতীয় প্যারা অলিম্পিক কমিটি আয়োজিত ‘জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ–২০২৫’ এ এসইউ-৫ ক্যাটাগরিতে রানারআপ হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী নয়ন অধিকারী। ঢাকার তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ২১ ও ২২ আগস্ট দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে ছয়টি ক্যাটাগরিতে প্রায় ২০০ জন খেলোয়াড় এতে অংশ নেন।

নয়ন অধিকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জন্মগতভাবে তাঁর একটি হাত নেই। তারপরও ছোটবেলা থেকে ব্যাডমিন্টনের প্রতি প্রবল আগ্রহ তাঁকে খেলায় যুক্ত করেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এগিয়ে চলেছেন নিজের স্বপ্ন পূরণের পথে।

জাতীয় প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানারআপ হওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে নয়ন বলেন, এত বড় প্রতিযোগিতায় সিলভার পদক জয় তাঁর জন্য আনন্দের এবং গর্বের বিষয়। তিনি জানান, গত দুই মাস অসুস্থ থাকার কারণে কোনো প্র্যাকটিস করতে পারেননি, এখনো ঘাড়ে ব্যথা রয়েছে। তবু অসুস্থ শরীর নিয়ে বিনা প্র্যাকটিসে রানারআপ হতে পারা তাঁর জন্য অনেক বড় সাফল্য। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর এ অর্জনে আনন্দিত হয়েছেন।

ভবিষ্যৎ স্বপ্নের কথা জানাতে গিয়ে নয়ন অধিকারী বলেন, তাঁর লক্ষ্য ২০৩২ সালের প্যারা অলিম্পিকে দেশের হয়ে অংশগ্রহণ করা। যদিও ২০২৮ সালের অলিম্পিকে তিনি পড়াশোনার ব্যস্ততার কারণে অংশ নিতে পারবেন না, তবে ২০৩২ সালে জাতীয় পতাকা হাতে বিশ্বমঞ্চে দাঁড়ানোর ব্যাপারে তিনি আশাবাদী।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে গোল্ড মেডেল এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে সিলভার মেডেল দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT