'আমার দেশ' পত্রিকার সাংবাদিকের ওপর যুবদল-ছাত্রদল নেতাদের হামলা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিকের ওপর যুবদল-ছাত্রদল নেতাদের হামলা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘আমার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল হামলার শিকার হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির সামনে যুবদল ও ছাত্রদলের নেতারা তার ওপর এ হামলা চালায়।

আহত জুয়েল উপজেলার তারাশী গ্রামের সাত্তার শেখের ছেলে। প্রাথমিকভাবে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নেওয়া হয়।

ঘটনার সূত্রপাত ঘটে সম্প্রতি একটি মামলায়। কোটালীপাড়া থানা পুলিশ দ্রুত বিচার আইনের আওতায় বেল্লাল শেখসহ পাঁচজনকে গ্রেপ্তার করে এবং রিপোর্টে বেল্লালকে ‘যুবলীগ কর্মী’ হিসেবে উল্লেখ করা হয়। তবে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতারা দাবি করেন, বেল্লাল ছাত্রদল নেতা। এ বিষয়েই ক্ষিপ্ত হয়ে তারা সাংবাদিক জুয়েলের ওপর হামলা চালায়।

জুয়েলের ভাই জামাল শেখ জানান, সাংবাদিকতা শুরু করার আগে তিনি বিমান বাহিনীতে চাকরি করতেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত হওয়ায় তার চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয়ে জুয়েল অভিযোগ করে বলেন, “আমি শুধু মামলার তথ্য অনুযায়ী সংবাদ প্রকাশ করেছি। সেই কারণেই উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সামনেই আমাকে মারধর করা হয়েছে।” তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার জানান, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT