ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের লেকচারার আসিফ মাহতাব উৎস প্রাণনাশের হুমকি পেয়েছেন। মঙ্গলবার ‘অ্যান্টার্কটিকা চৌধুরী’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়।
ফেসবুক পোস্টে ড. সরোয়ারের কার্টুনের পাশে চাপাতির ছবি দিয়ে লেখা হয়, “Kill public figures who are against your legal rights”. অন্যদিকে, আসিফ মাহতাবের স্কেচের সঙ্গে এমন চিত্র আঁকা হয় যেখানে দুই ব্যক্তি তার কাটা মাথায় লাথি মারতে উদ্যত, এবং লেখা হয়, “Play football with the served head of public figures who are against your legal rights”.
ড. সরোয়ার জনস্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, বিশেষ করে থ্যালাসেমিয়া, ডেঙ্গু ও শিশুদের স্থূলতা বিষয়ে গবেষণা করছেন। তিনি পূর্বে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলেন এবং অস্ট্রেলিয়ার ওলংগং বিশ্ববিদ্যালয়ে অনারারি সহকারী অধ্যাপক ছিলেন।
আসিফ মাহতাব বিভিন্ন সমসাময়িক ইস্যুতে মতামত দেন এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় আসেন। ২০২৩ সালে সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের ট্রান্সজেন্ডার বিষয়ক গল্প সমালোচনা করে তিনি বিতর্কের মুখে পড়েন।
বাংলাদেশে ট্রান্সজেন্ডার ও সমকামিতা ইস্যুর বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব এই দুই অ্যাক্টিভিস্টকে সমকামিদের পক্ষ থেকে এই হুমকি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
হুমকি প্রসঙ্গে ড. সরোয়ার বলেন, এটি ব্যক্তিগত নিরাপত্তা ছাড়াও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সাইবার ইউনিট ঘটনাটি তদন্ত করছে এবং হুমকিদাতার পরিচয় শনাক্তে কাজ চলছে।