উইম্বলডনে ইতিহাস, জান্নিক সিনারের হাতে ইতালির প্রথম শিরোপা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী

উইম্বলডনে ইতিহাস, জান্নিক সিনারের হাতে ইতালির প্রথম শিরোপা

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

বিশ্ব টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উইম্বলডনে এবার এক অবিশ্বাস্য ইতিহাস রচনা হলো। স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম উইম্বলডন শিরোপা জিতে নিলেন ইতালির জান্নিক সিনার। এই জয়ের মধ্য দিয়ে ১৪৮ বছরের পুরোনো উইম্বলডনের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইতালিয়ান পুরুষ খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের কীর্তি গড়লেন ২৩ বছর বয়সী এই তারকা।

টানা দুইবার উইম্বলডনের শিরোপা ধরে রাখা আলকারাজ এবার হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু ইতিহাসটা লিখে নিলেন সিনার। চার সেটের জমজমাট লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে আলকারাজকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট নিজের মাথায় তুলে নেন তরুণ এই ইতালিয়ান।

মাত্র পাঁচ সপ্তাহ আগে ফরাসি ওপেনের ফাইনালে এই আলকারাজের কাছে হেরে হতাশ হয়েছিলেন সিনার। এবার সেই হারের সুদে-আসলে প্রতিশোধ নিলেন কোর্টে। ফাইনালের পরে আবেগাপ্লুত সিনার বললেন, “কার্লোস, খেলোয়াড় হিসেবে তুমি অসাধারণ। তোমার সঙ্গে কোর্টের বাইরে দারুণ সম্পর্ক… আমি নিশ্চিত, তুমি আরও বহুবার এই ট্রফি জিতবে।”

গ্যালারিতে বসা পরিবারের সদস্যদের উদ্দেশে সিনার জানালেন বিশেষ ধন্যবাদ। বললেন, “বাবা-মা, ভাই এবং পুরো টিমকে এখানে দেখতে পারাটা বিশেষ কিছু। আমার ভাইয়ের জন্য তো আরও বেশি। কারণ এই সপ্তাহে কোনো ফর্মুলা ওয়ান রেস ছিল না, তাই সে এখানে এসেছে। তার জন্য বিশেষ ধন্যবাদ।”

অপরদিকে আলকারাজও জান্নিক সিনারের প্রশংসায় মুখর। বললেন, “হার সবসময় কঠিন। তবে প্রথমেই সিনারকে অভিনন্দন জানাতে হয়। এই ট্রফিটা ওরই প্রাপ্য। দারুণ টেনিস খেলেছে সে। সামনের দিনগুলোতে ও আরও বড় চ্যালেঞ্জার হবে, সেটা নিশ্চিত।”

এই জয়ে নতুন এক অধ্যায়ও শুরু হলো টেনিস দুনিয়ায়। সিনার-আলকারাজ জুটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার লড়াইয়ে এখন আধিপত্য বিস্তার করছে। উইম্বলডনসহ সর্বশেষ সাতটি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি ভাগাভাগি করেছেন এ দুজন। একদিকে যখন জোকোভিচ-নাদাল-ফেদেরারদের যুগ শেষের পথে, তখন নতুন রাজত্ব গড়ছেন এই দুই তরুণ।

উল্লেখ্য, এদিন জান্নিক সিনার কোর্টে নামার পর থেকে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন। প্রথম সেট হারলেও পরের তিন সেটে আধিপত্য দেখিয়ে দারুণভাবে ম্যাচ নিজের দিকে নিয়ে আসেন। ম্যাচ শেষে হাতে ট্রফি নিয়ে ছুঁয়ে দেখলেন স্বপ্ন, অনুভব করলেন এক ঐতিহাসিক মুহূর্ত।

উইম্বলডনের ১৪৮ বছরের ইতিহাসে কখনও কোনো ইতালিয়ান পুরুষ খেলোয়াড় এই শিরোপা জেতেননি। সেই অপূর্ণতা এবার পূরণ করলেন জান্নিক সিনার। কোর্টে যেমন অনবদ্য, কোর্টের বাইরেও উদার আর বিনয়ী এই টেনিস তারকা জানিয়ে দিলেন—এটাই শুরু, সামনে আরও ইতিহাস অপেক্ষা করছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT