আজ ৪ জুলাই, ইতিহাসের এক স্মরণীয় দিন—হাত্তিনের যুদ্ধ দিবস। ১১৮৭ খ্রিস্টাব্দের এই দিনে সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মুসলিম বাহিনী টাইবেরিয়াস লেকের নিকট ক্রুসেডার খ্রিস্টানদের বিরুদ্ধে এক ঐতিহাসিক যুদ্ধে অবতীর্ণ হয়।
মুসলিম বাহিনী এই যুদ্ধে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। হাত্তিনের যুদ্ধে পরাজিত হয়ে খ্রিস্টান বাহিনী কার্যত ধ্বংস হয়ে পড়ে। এই জয়ের ধারাবাহিকতায় মাত্র তিন মাস পর মুসলিমরা পুনরায় জেরুজালেম দখলে নিতে সক্ষম হয় এবং পবিত্র মসজিদ আল-আকসাকে মুক্ত করে।
ইতিহাসবিদদের মতে, হাত্তিনের যুদ্ধই ছিল জেরুজালেম পুনরুদ্ধারের মূল ভিত্তি এবং আকসা বিজয়ের প্রথম দরজা। এই যুদ্ধ ইসলামী জগতের জন্য এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়।