গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলাকালীন একটি ড্রোন হঠাৎ বিকট শব্দে বাঁশের খুঁটি ও টিনের ছাউনিতে আছড়ে পড়ে। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন, যার ফলে অন্তত অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) তাবলিগ জামাতের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাতের সময় টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুসল্লিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোনাজাতের সময় হঠাৎ প্রবল বাতাসের সাথে একটি ড্রোন মাটিতে পড়ে যায় এবং বাঁশের খুঁটির সাথে ধাক্কা খেয়ে বিকট শব্দ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুসল্লিরা দৌড়াদৌড়ি শুরু করেন এবং অনেকে পড়ে গিয়ে আহত হন।
আহত মুসল্লি ফয়সাল জানান, “আমার সামনেই হঠাৎ ড্রোনটি পড়ে যায় এবং বাঁশের সাথে ধাক্কা লেগে প্রচণ্ড শব্দ হয়। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই ছোটাছুটি শুরু করেন, ফলে আমিসহ অনেকে আহত হই।”
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মোস্তাফিজুর রহমান বলেন, “হাসপাতালে অর্ধশতাধিক আহত মুসল্লি এসেছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বেশিরভাগই হুড়োহুড়ির সময় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন।”
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, “ড্রোনটি ইজতেমা মাঠের কাছে পড়ে যাওয়ার পর মুসল্লিরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করেন, এতে কিছু মানুষ আহত হন। ধারণা করা হচ্ছে, ড্রোনটির ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় এটি মাটিতে পড়ে গেছে। তবে ড্রোনটি কার, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
Leave a Reply