ওয়াই-ফাই থেকে বিদ্যুৎ! এমআইটির গবেষকদের যুগান্তকারী উদ্ভাবন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি সোমবার জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ স্মৃতি বৃত্তি’ চালু ‘চুপ্পু আউট, খালেদা ইন’ পিনাকীর নতুন প্রস্তাব ডিএনসিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি উদ্বোধন শেরপুরে খাদ্য কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ইরান থেকে ফিরলেন যুদ্ধকবলিত ২৮ বাংলাদেশি নাগরিক ইসরায়েলকে ৫১০ মিলিয়ন ডলারের গাইডেড বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র ১১ ব্যাংকের সম্পদের মান যাচাই করবে বাংলাদেশ ব্যাংক চাঁদে নয়, ক্যামেরার সামনে ভারতের চন্দ্রযান-৩ মিশন

ওয়াই-ফাই থেকে বিদ্যুৎ! এমআইটির গবেষকদের যুগান্তকারী উদ্ভাবন

বিভাগীয় সম্পাদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তির জগতে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এমআইটি (MIT) গবেষকদের একটি দল। তারা এমন একটি নমনীয় রেকটেনা তৈরি করেছে, যা ওয়াই-ফাই-এর তড়িৎচুম্বকীয় তরঙ্গ গ্রহণ করে তা বিদ্যুতে রূপান্তর করতে পারে। এই রেকটেনাটি তৈরিতে ব্যবহৃত হয়েছে একটি রেডিও অ্যান্টেনা এবং অত্যাধুনিক ২ডি সেমিকন্ডাক্টর।

সেমিকন্ডাক্টরটি ওয়াই-ফাই তরঙ্গ থেকে উৎপন্ন এসি সংকেতকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে। এই প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারিবিহীন ডিভাইস তৈরি করা সম্ভব, যেগুলো ওয়াই-ফাই সংকেত ব্যবহার করে নিজেরাই শক্তি সংগ্রহ করতে পারবে। এর মাধ্যমে তৈরি করা যাবে এমন স্মার্ট পিল, যা রোগীরা গিলে ফেলার পর তাৎক্ষণিকভাবে শরীরের বিভিন্ন ডেটা কম্পিউটারে পাঠাবে। পাশাপাশি ব্রিজ, হাইওয়ে ও ভবন নির্মাণেও ব্যবহার করা যাবে এই প্রযুক্তি, যেগুলো নিজে থেকেই চার্জ নিতে সক্ষম হবে।

এমআইটি গবেষকরা জানিয়েছেন, ডিভাইসটি খুবই নমনীয়, যা বিশাল এলাকা জুড়ে কাজ করতে সক্ষম। এর ফলে লক্ষাধিক স্মার্ট ডিভাইস শক্তি পেতে পারে, যা আধুনিক স্মার্ট সিটির ধারণাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে।

অন্যদিকে, একটি পৃথক গবেষক দল ন্যানোস্কেল ডিভাইস ব্যবহার করে ওয়াই-ফাই সংকেত থেকে সরাসরি ডিসি ভোল্টেজ তৈরি করতে সক্ষম হয়েছে। তারা দেখিয়েছে, মাত্র ৫ সেকেন্ড ক্যাপাসিটর চার্জ করে একটি ১.৬ ভোল্টের এলইডি বাতি এক মিনিট পর্যন্ত জ্বালানো সম্ভব।

বিজ্ঞানীরা এই প্রযুক্তির আরও উন্নয়ন ঘটিয়ে ব্যাটারিবিহীন ইলেকট্রনিক ডিভাইস এবং নিউরোমর্ফিক কম্পিউটিং সিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করছেন।

এই উদ্ভাবন ভবিষ্যতে ইলেকট্রনিক ডিভাইস এবং স্মার্ট সিটি নির্মাণের ক্ষেত্রে বিপ্লব ঘটাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: MIT News

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT