ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। স্পেনের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা রেকর্ড ভেঙে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। জুন মাসে এত উচ্চ তাপমাত্রা অতীতে কখনও রেকর্ড হয়নি বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।
বিশেষ করে স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের হুয়েলভা প্রদেশে শনিবার এই ভয়াবহ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর প্রভাবে কৃষি, জনস্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক এলাকাজুড়ে গরমে হাঁসফাঁস করছে মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, ‘হিট ডোম’ নামের একটি আবহাওয়াগত পরিস্থিতি এই তাপপ্রবাহ সৃষ্টি করছে। এতে করে গরম বাতাস ওপর থেকে চাপ সৃষ্টি করে নিচের তাপ আটকে রাখছে। ফলে দিনের বেলাতো বটেই, রাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি রয়ে যাচ্ছে।
স্পেন ছাড়াও ফ্রান্স, ইতালি ও পর্তুগালসহ ইউরোপের আরও বেশ কয়েকটি দেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সে শতাধিক অঞ্চল ‘অরেঞ্জ অ্যালার্টে’ রয়েছে, যার মানে সেখানে চরম আবহাওয়ার প্রভাব পড়তে পারে।
তাপপ্রবাহের ফলে ইউরোপের বিভিন্ন দেশের হাসপাতালগুলোতে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। সরকারিভাবে জনগণকে পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে প্রতি বছর গরমের তীব্রতা বাড়ছে। আগামীতেও এই ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এদিকে স্পেনের কৃষি ও বনজ অঞ্চলেও দাবানলের ঝুঁকি বেড়ে গেছে। কর্তৃপক্ষ বলছে, যেকোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা রয়েছে।
সূত্র: BBC News