রুয়েট সিএমই বিভাগের শিক্ষার্থীদের নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবি: ক্লাস-পরীক্ষা বর্জন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থান মামলা : পলাতক আসামিরা আপিল করতে পারবেন না জুলাই গণঅভ্যুত্থয়ে মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড, কামালকে একই রায়; মামুনের পাঁচ বছরের কারাদণ্ড যে কারণে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না শেখ হাসিনা জুলাই গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় আজ নিষিদ্ধ আওয়ামী কর্মীদের নাশকতা—বিভিন্ন স্থানে আগুন–বিস্ফোরণ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা

রুয়েট সিএমই বিভাগের শিক্ষার্থীদের নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবি: ক্লাস-পরীক্ষা বর্জন

নাঈম ইসলাম (রুয়েট প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) বিভাগের ২১, ২২ ও ২৩ সিরিজের শিক্ষার্থীরা নতুন পাঠ্যক্রম চলমান শিক্ষার্থীদের জন্য কার্যকর করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

রবিবার (২২ জুন) সকাল থেকে বিভাগের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

তাদের দাবি, বিভাগটির নাম পূর্বের ‘গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং’ (জিসিই) থেকে ‘সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং’ (সিএমই) এ পরিবর্তন করা হয়েছে এবং একইসঙ্গে একটি আধুনিক ও সময়োপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। তবে এই নতুন পাঠ্যক্রম কেবলমাত্র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২৪ সিরিজ) শিক্ষার্থীদের জন্য কার্যকর করা হয়েছে। চলমান ২১, ২২ ও ২৩ সিরিজের শিক্ষার্থীরা এতে অন্তর্ভুক্ত না হওয়ায় তারা গভীর হতাশা ও বঞ্চনার শিকার বলে মনে করছেন।

এ বিষয়ে জিসিই (বর্তমানে সিএমই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান হাবিব বলেন, “চাকরি ও উচ্চ শিক্ষায় সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আমাদের বিভাগের নাম ও পাঠ্যক্রম পরিবর্তন করা হয়েছে, যা ইতিবাচক পদক্ষেপ। কিন্তু তা যদি শুধু নতুন শিক্ষাবর্ষে সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা চলমান শিক্ষার্থীরা এর সুবিধা থেকে বঞ্চিত হবো। তাই আমরা চাই আমাদেরও নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক।”

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, সিএমই বিভাগের সংশোধিত পাঠ্যক্রমে ২১, ২২ ও ২৩ সিরিজের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষাসহ সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বর্তমানে বিভাগের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে কর্মসূচী চালিয়ে যাবেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা ও উদ্বেগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষার্থীরা, যাতে চলমান শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত হয় এবং একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হতে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT