বিভাগের সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জোহা চত্বরে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘বিভাগ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘এই মুহূর্তে দরকার, ফোকলোর বিভাগ সংস্কার’, ‘সিন্ডিকেট না, মুক্তি মুক্তি’ এবং ‘এই মুহূর্তে দরকার, ফোকলোর বিভাগ সংস্কার’।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
ফোকলোর বিভাগের নাম পরিবর্তন বা সংস্কার করা, যাতে বিষয়টির স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।
পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম অন্তর্ভুক্ত করে কোড প্রদান নিশ্চিত করা।
পরীক্ষার ফলাফল এক মাসের মধ্যে প্রকাশ করা।
নির্ধারিত সময়ের মধ্যে ক্লাস রুটিন প্রকাশ করা।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা এর আগে ডিন স্যারের কাছে চিঠি দিয়েছি। তারা এটা নিয়ে মিটিং করেছেন। মিটিংয়ে আমাদের বিভাগের শিক্ষক ও ডিন স্যার সম্মতি দিলেও এখনো কোনো সমাধান পাইনি। আমরা বারবার দফায় দফায় বসতে চাই না। আজকের মধ্যেই প্রশাসন থেকে সম্মতি বা কোনো সিদ্ধান্ত চাই।”
আরেক শিক্ষার্থী বলেন, “আমরা আগের আন্দোলনের পর যে চিঠি দিয়েছিলাম, তার ভিত্তিতে আজ মিটিং হয়েছে। মিটিংয়ে ডিন স্যার জানিয়েছেন, সিন্ডিকেটে বিষয়টি পাঠানো হবে। যদি তা পাস না হয়, তবে আবার আন্দোলন করতে হবে। আমরা চাই, আজই ভিসি, প্রো-ভিসি স্যাররা আমাদের আশ্বাস দিন যে দাবি মানা হবে। আশ্বাস দিলে আমরা আন্দোলন প্রত্যাহার করব।”
এর আগে গত ২২ মে ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ফটকে অবস্থান নিয়ে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। পরে ডিন অফিস বরাবর দাবি-সংবলিত একটি চিঠি দেওয়া হয়।