ইসলামিক সহযোগিতা সংস্থায় (ওআইসি) ফিলিস্তিন প্রশ্নে আরব লীগের প্রস্তাব অনুমোদনের বিষয়ে কড়া আপত্তি জানিয়েছে ইরান। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা দুই রাষ্ট্র সমাধানের পক্ষে নয়; বরং আদি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানাচ্ছে।
শুক্রবার ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, দুই রাষ্ট্র সমাধানের ধারণাকে সম্মান জানিয়েও ইরান মনে করে, এটি ফিলিস্তিনি জনগণের পূর্ণ অধিকার নিশ্চিত করতে পারবে না।
তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন সংকটের একমাত্র গ্রহণযোগ্য সমাধান হলো এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা, যেখানে আদি ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব থাকবে।
এছাড়া, সংকটময় পরিস্থিতিতে গাজার জনগণের দুঃখ-দুর্দশার বিষয়টি তুলে ধরে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজনের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আরাঘচি।