নোটিশ:
শিরোনামঃ
বিজিবির পা ধরে ক্ষমা চাইলো বিএসএফ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে প্রবাসীরাও ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে রেল টার্ন টেবিল উদ্ভাবন করে আন্তর্জাতিক সম্মান পেলেন প্রকৌশলী তাসরুজ্জামান বাবু ইউরোপে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় সরাসরি ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ: লালমনিরহাটে আন্দোলন তীব্র উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ইরানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪০, আহত ১২০০, নেপথ্যে ইসরায়েল জাবিতে হামলার ঘটনায় ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত আন্ডারওয়ার্ল্ডের নতুন কৌশল: ‘মব’ সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনভর হর্ষ করে বর্ষবরণ

মাহমুদা নাঈমা (জাককানইবি প্রতিনিধি)
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার দেখা হয়েছে
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

বাঙালির ঐতিহ্যবাহী উৎসব ‘বর্ষবরণ’ বরাবরের মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে ঘটা করে উদযাপিত হয়েছে ‘নজরুল তীর্থ’ খ্যাত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। আজ সোমবার ১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দের (১৪ এপ্রিল ২০২৫)  নতুন সকালে ‘নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান’ শীর্ষক প্রতিপাদ্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এখানে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, নানা বয়সের দর্শনার্থীরা ভেদাভেদ ভুলে সম্মিলিত পদচারনার মাধ্যমে ক্যাম্পাসকে মুখরিত করে তোলে।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশ-পাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে ইতি টানে। চিরায়ত বাঙালি সজ্জা ও ভূষণে সকলে বাহারি মুখোশ হাতে এগিয়ে চলে বাদ্যের তালে তালে। সাথে ছিল চরকি, টেপা পুতুল আর পাখির শিল্পকাঠামো যা হাজার বছরের আবহমান বাঙালিয়ানা রূপকে আরো বাঙ্ময় করে তোলে। শোভাযাত্রার শেষে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে উপস্থিত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “প্রত্যেক জাতির সাংস্কৃতিক জীবনে নানা ধরণের উৎসব পালিত হয়ে থাকে, আমরাও নানা উৎসব পালন করে থাকি। বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। সকল ধর্ম ও বর্ণের মানুষের সার্বজনীন উৎসব। আমাদের প্রাণের মিলন মেলা বৈশাখী উৎসব। বৈশাখী মেলা ও উৎসব বাঙালির নিজস্ব সম্পদ।”

নববর্ষের ইতিহাস উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, “বাংলা বর্ষপঞ্জি প্রচলিত হওয়ার পর নববর্ষ পালন শুরু হয়েছে। ৯৬৩ হিজরী ১৫৫৬ খ্রিস্টাব্দে বাদশা আকবর সিংহাসনে বসার হিজরী বছরকে গণনায় নিয়ে যে ফসলি হিজরী প্রবর্তন করা হয়, তা-ই কালক্রমে বাংলা সনে রূপান্তরিত হয়।”

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফের ড. এ. এইচ. এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান ও পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন কমিটির সদস্য-সচিব নগরবাসী বর্মন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।

আনন্দ শোভাযাত্রার সমাপ্তির পর ‘গাহি সাম্যের গান’ মঞ্চের পাশে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠান মিলে মোট ২৬টি স্টল মেলায় অংশগ্রহণ করে। দুপুরে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে বিশ্ববিদ্যালয় পরিবার। একই মঞ্চে সন্ধ্যার পর শুরু হয় বৈশাখের গান, লোকগান ও লোকনৃত্য। সবশেষে রাতে কিচ্ছাপালার মধ্য দিয়ে শেষ হয় বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠানমালা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT