কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী

কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীদের জন্য বড় সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এখন থেকে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে আবেদন করতে পারবেন। আগে এ পদে আবেদন করার যোগ্যতা ছিল কেবল আলিম সনদধারীদের।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আইন মন্ত্রণালয় সংশোধিত বিধান অনুযায়ী কওমি স্বীকৃত বোর্ডের দাওরায়ে হাদিস ডিগ্রিধারীদের জন্যও নিকাহ রেজিস্ট্রার হওয়ার সুযোগ উন্মুক্ত করেছে।

ফেসবুক পোস্টে ড. নজরুল লিখেন, “এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন। আগে এই সুযোগ আলিম সনদধারীদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।”

তিনি আরও বলেন, “আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদধারীরাও এই পদে আবেদন করতে পারবেন।”

আরও বিস্তৃত কর্মক্ষেত্র উন্মুক্তের দাবি

কওমি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে ইতিবাচক উন্নয়ন হিসেবে দেখলেও তাদের দাবি, দাওরায়ে হাদিস ডিগ্রিধারীদের কর্মসংস্থানের সুযোগ কেবল ধর্মীয় খাতে সীমাবদ্ধ রাখা উচিত নয়। অনেকেই মনে করছেন—যেভাবে সাধারণ শিক্ষায় স্নাতক বা সমমানধারীরা সরকারি বিভিন্ন সেক্টরে আবেদন করতে পারেন, সেভাবেই কওমি ডিগ্রীধারীদেরও সংশ্লিষ্ট ও উপযুক্ত সরকারি চাকরির ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।

তাদের যুক্তি, দাওরায়ে হাদিস আজ সরকারিভাবে মাস্টার্স সমমান হিসেবে স্বীকৃত। তাই ইসলামিক স্টাডিজ–সম্পর্কিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান, আরবি–ইসলামিক শিক্ষা বিভাগ, ইসলামিক সংস্কৃতি বোর্ড, ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ প্রকল্প, হজ ব্যবস্থাপনা, ওয়াকফ প্রশাসনসহ সংশ্লিষ্ট পেশাগত ক্ষেত্রেও নিয়োগের দরজা উন্মুক্ত করা প্রয়োজন।

কওমি শিক্ষার্থীদের প্রত্যাশা—আইন উপদেষ্টার ঘোষণার মতোই সরকারের নীতি–সংশোধনের মাধ্যমে কওমি সনদের কর্মক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং তাদের শিক্ষা–দক্ষতা জাতীয় পরিসরে বড় ভূমিকা রাখতে পারবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT