লিবিয়ার উপকূলে অভিযান চালিয়ে ২৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির কোস্টগার্ড। জানা গেছে, তারা অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটককৃতদের পূর্ব লিবিয়ার বেনগাজি শহরের গ্যানফুদা ডিটেনশন সেন্টারে (Qanfudah Detention Centre) প্রেরণ করা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে এই বাংলাদেশিরা পাচারকারীদের সহায়তায় সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু যাত্রাপথেই লিবিয়ার কোস্টগার্ড তাদের আটক করে।
গ্যানফুদা ডিটেনশন সেন্টার দীর্ঘদিন ধরেই মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত। সেখানে আটক অভিবাসীদের প্রতি অমানবিক আচরণ, নির্যাতন ও চিকিৎসার অভাবের অভিযোগ রয়েছে। অনেক বাংলাদেশি মাসের পর মাস আটক থেকে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।
IOM-এর তথ্যমতে, বর্তমানে লিবিয়ার বিভিন্ন বন্দিশিবিরে শতাধিক বাংলাদেশি রয়েছেন যারা পাচারকারীদের ফাঁদে পড়ে লিবিয়ায় এসে আটক হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আটককৃতদের তালিকা যাচাই করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, দালালচক্রের খপ্পরে পড়ে যেসব বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইউরোপে পাড়ি জমাতে চায়, তাদের ব্যাপারে দেশীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি।