ইসরায়েল ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য দায়ী: জাতিসংঘের দূত আলবানিজ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
২০ জুলাই বিইউপিতে শহীদ স্মরণ অনুষ্ঠান মসজিদ উদ্বোধনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খতিবের মর্মান্তিক মৃত্যু দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণে মৃত ৪, নিখোঁজ ২, হাজারো মানুষ গৃহহীন ইসরায়েল ‘সমস্ত বন্দিমুক্তির প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছে, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির ঘোষণা হামাসের মিঠুনের পা ছোঁয়া, মোদির জড়ানো—দুর্গাপুরে এক অভিনব নাট্যচিত্র ঢাকা শহরের বুকে ‘চাপাতি হাতে ছিনতাই’, নীরব ছিল জনতা ও পুলিশ সোহরাওয়ার্দীতে জামায়াতের মহাসমাবেশে লাখো জনতার ঢল, শৃঙ্খলা-পরিকল্পনায় নজিরবিহীন উদাহরণ ইবি শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ‘টর্চ লাইট’ মিছিল, তদন্তের দাবিতে স্লোগানে মুখর ক্যাম্পাস শেকৃবিতে ‘জুলাই ছাত্র-জনতার আন্দোলন’ শহীদদের স্মরণে দোয়া মাহফিল জাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তুর্য, সম্পাদক নোমান

ইসরায়েল ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য দায়ী: জাতিসংঘের দূত আলবানিজ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

০৩ জুলাই ২০২৫

জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেছেন, আধুনিক ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যার জন্য ইসরায়েল দায়ী। গাজায় চলমান সহিংসতায় ফিলিস্তিনিরা অকল্পনীয় দুর্ভোগের মধ্যে দিন পার করছে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে উপস্থাপিত সর্বশেষ প্রতিবেদনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের অবস্থা ভয়াবহ। সরকারি হিসাব অনুযায়ী দুই লাখের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রকৃত সংখ্যা আরও বেশি।”

তিনি গাজায় পরিচালিত তথাকথিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’-কে ক্ষুধার্ত ও দুর্বল জনগণকে হত্যা কিংবা বিতাড়নের জন্য তৈরি করা একটি ‘মৃত্যুফাঁদ’ হিসেবে আখ্যা দেন।

আলবানিজ আরও বলেন, অস্ত্র কোম্পানিগুলো এই যুদ্ধে ইসরায়েলকে সরবরাহ করা অস্ত্র থেকে বিপুল মুনাফা করেছে। গত ২০ মাসে তারা প্রায় রেকর্ড লাভ করেছে, যেখানে গাজা ধ্বংসে ব্যবহৃত হয়েছে ৮৫ হাজার টন বিস্ফোরক—যা হিরোশিমায় ব্যবহৃত বোমার ছয় গুণ বেশি শক্তিশালী।

তিনি জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে তেল আবিব স্টক এক্সচেঞ্জে ২১৩ শতাংশ লাভ হয়েছে, যা স্পষ্টভাবে দেখায়, কেউ কেউ লাভবান হয়েছে, কেউ কেউ হারিয়ে গেছে।

ফিলিস্তিনকে ‘ইসরায়েলি সামরিক-শিল্প কমপ্লেক্সের পরীক্ষাগার’ বলে উল্লেখ করে আলবানিজ অভিযোগ করেন, নতুন অস্ত্র, নজরদারি প্রযুক্তি ও ড্রোন পরীক্ষার কাজে যুদ্ধকে ব্যবহার করছে ইসরায়েল। তিনি আরও জানান, অন্তত ৪৮টি কর্পোরেট প্রতিষ্ঠান ইসরায়েলের দখলদার নীতিতে প্রত্যক্ষভাবে জড়িত।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা, সব ধরনের বাণিজ্য ও বিনিয়োগ স্থগিত করতে হবে এবং মানবাধিকার লঙ্ঘনে জড়িত প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।

আলবানিজ স্পষ্টভাবে বলেন, এত বড় পরিসরে গণহত্যা চলতে থাকা সত্ত্বেও বিশ্ব যে চুপ করে আছে, তা শুধু অজ্ঞতা বা আদর্শগত কারণে হচ্ছে—এ বিশ্বাস আর রাখেন না তিনি। তাঁর মতে, এখন নাগরিক সমাজ, ট্রেড ইউনিয়ন, আইনজীবী ও সাধারণ জনগণকে সক্রিয় হয়ে বয়কট ও নিষেধাজ্ঞার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করতে হবে। “এরপর কী হবে, তা আমাদের সবার উপর নির্ভর করে,” বলেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT