গাজায় ত্রাণের আটার-ব্যাগে মাদক, গণহত্যার নতুন পদ্ধতি! - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন আন্দ্রে রাসেল ইসির ওয়েবসাইটে আবারও ফিরল আওয়ামী লীগের ‘নৌকার’ প্রতীক ট্রাম্পের সিদ্ধান্তে পুড়ে ছাই হচ্ছে ২৭ হাজার শিশুর খাবার রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেন, পাল্টা হামলা চালালো কিয়েভ যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু বৃষ্টিতে ভেজা এবং হাঁচি-কাশি-জ্বর মাদ্রিদে মুসলিমদের জন্য ১৫,০০০ বর্গমিটার কবরস্থান অনুমোদন সত্য গোপনে এক ধাপ এগিয়ে ‘প্রথম আলো’ ও ‘ঢাকা ট্রিবিউন’ ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য )পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

গাজায় ত্রাণের আটার-ব্যাগে মাদক, গণহত্যার নতুন পদ্ধতি!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

গাজায় ইসরায়েলের গণহত্যার এক নতুন ঘৃণ্য অধ্যায় সামনে এনেছেন ওমর হামাদ। তিনি গাজার একজন ফার্মাসিস্ট, লেখক ও সাহায্যকর্মী । সম্প্রতি তিনি এক্স হ্যান্ডলার এ  এক হৃদয়বিদারক পোস্টে জানিয়েছেন, কীভাবে ইসরায়েল গাজার মানুষের মাঝে ভয়ঙ্কর নেশাজাতীয় মাদক ‘অক্সিকোডন’ ছড়িয়ে দিচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, এই মাদকটি গোপনে গাজায় পাচার করা হচ্ছে সাহায্যের নামে আসা আটা ব্যাগের ভেতর দিয়ে। এমনকি শুধু ব্যাগের ভেতর নয়, আটার সাথেই মিশিয়ে দেওয়া হচ্ছে এই ভয়ঙ্কর বিষ।

ওমর হামাদ বলেন, ‘আমি একজন ফার্মাসিস্ট হিসেবে জানি, অক্সিকোডন একটি মারাত্মক ওপিয়য়েড শ্রেণির ব্যথানাশক। সাধারণ ব্যথানাশক কাজ না করলে ক্যানসার রোগীদের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করা হয়। তবে এর ভয়াবহ সমস্যা হলো, এটি স্নায়ুতন্ত্রের নির্দিষ্ট রিসেপ্টরে কাজ করে প্রচণ্ড আসক্তি তৈরি করে। এতে হৃদস্পন্দন কমে যায়, সচেতনতা ও অনুভূতি লোপ পায়, শ্বাসপ্রশ্বাস বিপর্যস্ত হয়। একপর্যায়ে মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে এক অচেনা খোলসে পরিণত হয়।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আমাদের যুদ্ধ শুধু অস্ত্রের নয়। এটি বোধ ও চেতনার যুদ্ধ। তারা যুগে যুগে আমাদের মনস্তত্ত্বকে অবশ করে দেওয়ার, সচেতনতা বিকৃত করার এবং নিজেদের অস্তিত্ব ভুলিয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য নানা পথ খুঁজে এসেছে। আজ সেই নোংরা হাত তারা মাদকের মাধ্যমে আরও একধাপ এগিয়ে নিয়েছে।’

এই খবর সামনে আসতেই গাজাবাসীর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলের কাছে দ্রুত এই ঘৃণ্য মানবাধিকার লঙ্ঘনের তদন্ত দাবি করছেন ফিলিস্তিনিরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT