সাপমারীতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ

সাপমারীতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

ইসতিয়াক আহমেদ নাবীল, (শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৭ বার দেখা হয়েছে

শেরপুর সদর উপজেলার সাপমারী উচ্চ বিদ্যালয় মাঠে ৪ জুলাই (শুক্রবার) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিশাল কর্মীসভা আয়োজন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মীসভার আয়োজন করা হয়।

সদর উপজেলার ৭ নম্বর ভাতশালা, ১২ নম্বর কামারিয়া ও ১৩ নম্বর রৌহা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মীসভায় সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত জেলা বিএনপি কমিটির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইফুল ইসলাম স্বপন।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীসভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি রূপান্তরের রূপরেখা। এ কর্মসূচিকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT