সদর উপজেলার ৭ নম্বর ভাতশালা, ১২ নম্বর কামারিয়া ও ১৩ নম্বর রৌহা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মীসভায় সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত জেলা বিএনপি কমিটির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইফুল ইসলাম স্বপন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীসভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি রূপান্তরের রূপরেখা। এ কর্মসূচিকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।”