আধুনিকায়ন প্রক্রিয়ায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আয়োজন  ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে লুক্সেমবার্গ, জাতিসংঘ অধিবেশনে যোগ দেবে কয়েকটি দেশ রাবিতে রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ১২ দফা ইশতেহার ঘোষণা ইবিতে রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি শীর্ষক পিএইচডি সেমিনার  ইবিতে নবীন শিক্ষার্থীদের বরণে থাকছেন ইউজিসি চেয়ারম্যান ও দার্শনিক ড. সলিমুল্লাহ খান স্পেনের প্রধানমন্ত্রীর দাবি – গাজা গণহত্যার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করা হোক গ্রিসে শ্রমিক সংকটে বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস খাতও বিপর্যস্ত নিখোঁজের দুই দিন পর নদী থেকে উদ্ধার মসজিদের ইমামের মরদেহ জাতিসংঘের কমিশন গাজার ওপর ইসরাইলের যুদ্ধকে গণহত্যা ঘোষণা করেছে পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ছয় বগি লাইনচ্যুত, রংপুর-লালমনিরহাট ট্রেন যোগাযোগ বন্ধ

আধুনিকায়ন প্রক্রিয়ায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে
বায়তুল মোকাররম মসজিদ

ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নতুন করে ১৯৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন এ প্রকল্প প্রণয়ন করেছে। ইতিমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে এবং পরিকল্পনা কমিশনের অনুমোদন ও বিস্তারিত নকশা প্রণয়নের পর আগামী নভেম্বর থেকেই কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় মসজিদের পূর্ব ও উত্তর দিকে যথাক্রমে ৪৮ ফুট ও ৮০ ফুট উচ্চতার গেট নির্মাণ করা হবে। পূর্ব-উত্তর প্রান্তে ১৬৪ ফুট উচ্চতার একটি নতুন মিনার নির্মিত হবে এবং দক্ষিণ-পশ্চিম দিকের বিদ্যমান মিনার সংস্কার করা হবে।

এছাড়া মসজিদের পূর্বদিকে তিনতলা বিশিষ্ট আধুনিক অডিটোরিয়াম ভবন, পশ্চিম দিকে ২০ ফুট, এবং উত্তর দিকে ৩৩ ফুট ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। নারী মুসল্লিদের জন্য নামাজকক্ষ, টয়লেট ও অজুখানা সংস্কার করা হবে।

বর্তমানে পূর্ব চত্বরে ফ্যান সমস্যা ও নানা কারণে মুসল্লিদের ভোগান্তি হয়। নতুন প্রকল্পে এসব সমস্যার সমাধান করা হবে এবং পুরো মসজিদে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (ভিআরএফ) স্থাপন করা হবে। পাশাপাশি সাউন্ড সিস্টেম উন্নয়ন, ভেতরে ও বাইরের আলোকসজ্জা, চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) সংযোজন এবং পূর্ব ও দক্ষিণ দিকের পার্কিং এলাকা সংস্কার করা হবে।

গত ২৩ জুলাই ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২২৯তম সভায় প্রকল্পটি নিয়ে আলোচনা হয়। সেখানে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন কোম্পানিকে (আইআইএফসি)। এ জন্য মসজিদ ও মার্কেট পরিচালন খাত থেকে ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্বে) মো. বজলুর রশীদ জানিয়েছেন, বর্তমান সরকার প্রকল্পটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তার ভাষায়, “আগামী নভেম্বরে কাজ শুরু হবে বলে আশা করছি। ২০২৯ সালের জুনের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”

বর্তমানে বায়তুল মোকাররমে ৩০ হাজার মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। সংস্কার-আধুনিকায়ন সম্পন্ন হলে একসঙ্গে আরও প্রায় ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

রাজধানীর প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম নির্মাণের উদ্যোগ নেন পাকিস্তানের শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি। ১৯৫৯ সালে “বায়তুল মোকাররম সোসাইটি”র মাধ্যমে উদ্যোগ নেওয়া হয় এবং ১৯৬০ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মদ আইয়ুব খান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্থপতি আবুল হোসেন থারিয়ানীর নকশায় নির্মিত সাততলা মসজিদের উচ্চতা ৯৯ ফুট, যা আল্লাহর ৯৯ নামের প্রতীক হিসেবে ধরা হয়। এতে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন। ধারণক্ষমতার বিচারে এটি বিশ্বের ১০ম বৃহত্তম মসজিদ। ১৯৬৩ সালের ২৫ জানুয়ারি প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০০৮ সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদ সম্প্রসারণ করা হয়। ১৯৭৫ সালের ২৮ মার্চ থেকে এর রক্ষণাবেক্ষণ করছে ইসলামিক ফাউন্ডেশন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT