ছাত্র রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত গড়লেন ইবি ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
২০ জুলাই বিইউপিতে শহীদ স্মরণ অনুষ্ঠান মসজিদ উদ্বোধনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খতিবের মর্মান্তিক মৃত্যু দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণে মৃত ৪, নিখোঁজ ২, হাজারো মানুষ গৃহহীন ইসরায়েল ‘সমস্ত বন্দিমুক্তির প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছে, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির ঘোষণা হামাসের মিঠুনের পা ছোঁয়া, মোদির জড়ানো—দুর্গাপুরে এক অভিনব নাট্যচিত্র ঢাকা শহরের বুকে ‘চাপাতি হাতে ছিনতাই’, নীরব ছিল জনতা ও পুলিশ সোহরাওয়ার্দীতে জামায়াতের মহাসমাবেশে লাখো জনতার ঢল, শৃঙ্খলা-পরিকল্পনায় নজিরবিহীন উদাহরণ ইবি শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ‘টর্চ লাইট’ মিছিল, তদন্তের দাবিতে স্লোগানে মুখর ক্যাম্পাস শেকৃবিতে ‘জুলাই ছাত্র-জনতার আন্দোলন’ শহীদদের স্মরণে দোয়া মাহফিল জাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তুর্য, সম্পাদক নোমান

ছাত্র রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত গড়লেন ইবি ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে
টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ভর্তির অনিশ্চয়তায় থাকা এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।
বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা মো. বায়েজিদ বোস্তামীকে আর্থিক সহযোগিতা করেন তিনি। এর আগে গত ২৩ জুন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি বাতিল হওয়া তাসনীম জান্নাত নামক শিক্ষার্থীকে পুনরায় ভর্তি হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।
সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থী মো. বায়েজিদ বোস্তামী বলেন, “প্রাথমিক ভর্তিতে প্রয়োজনীয় পাঁচ হাজার একশত টাকা পারভেজ ভাই দিয়েছেন এবং চূড়ান্ত ভর্তির সময় প্রয়োজনীয় টাকা ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। আমার বাবা ফুটপাতে কাপড় বিক্রি করে, আর্থিক সহযোগিতা না পেলে দারিদ্র্যতার ছোবল নিয়ে হয়ত পড়াশোনা করা সম্ভব হতো না আমার। আর্থিক সহযোগিতা করায় আমি তার প্রতি কৃতজ্ঞ।”
শাখা ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ বলেন,”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা। তিনি দেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে যেভাবে ভর্তি সহায়তা করে যাচ্ছেন, তা আমাদের শিখিয়েছে রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, এটি হতে পারে মানবিকতার সবচেয়ে উজ্জ্বল রূপ। তারই ধারাবাহিকতায় আজ আমি এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি, রাজনীতি মানে জনসেবা আর ছাত্ররাজনীতি মানে শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধার নিশ্চয়তা। ছাত্ররাজনীতি নিয়ে অনেকের মনে নেতিবাচক ধারণা আছে আমি কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই ছাত্ররাজনীতি আসলে শিক্ষার্থীদের জন্যই, তাদের কল্যাণে।
ছাত্রদল কথায় নয়, কাজে প্রমাণ করে। শিক্ষার্থীদের সুখ-দুঃখে ছাত্রদল সবসময় পাশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT