গাজায় ত্রাণের আটার-ব্যাগে মাদক, গণহত্যার নতুন পদ্ধতি! - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ পর্তুগালের প্রেসিডেন্ট অভিবাসন আইন-২৫ অনুমোদন স্থগিত করে আদালতে পাঠালেন ফার্মগেটে বিআরটিসি দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা

গাজায় ত্রাণের আটার-ব্যাগে মাদক, গণহত্যার নতুন পদ্ধতি!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

গাজায় ইসরায়েলের গণহত্যার এক নতুন ঘৃণ্য অধ্যায় সামনে এনেছেন ওমর হামাদ। তিনি গাজার একজন ফার্মাসিস্ট, লেখক ও সাহায্যকর্মী । সম্প্রতি তিনি এক্স হ্যান্ডলার এ  এক হৃদয়বিদারক পোস্টে জানিয়েছেন, কীভাবে ইসরায়েল গাজার মানুষের মাঝে ভয়ঙ্কর নেশাজাতীয় মাদক ‘অক্সিকোডন’ ছড়িয়ে দিচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, এই মাদকটি গোপনে গাজায় পাচার করা হচ্ছে সাহায্যের নামে আসা আটা ব্যাগের ভেতর দিয়ে। এমনকি শুধু ব্যাগের ভেতর নয়, আটার সাথেই মিশিয়ে দেওয়া হচ্ছে এই ভয়ঙ্কর বিষ।

ওমর হামাদ বলেন, ‘আমি একজন ফার্মাসিস্ট হিসেবে জানি, অক্সিকোডন একটি মারাত্মক ওপিয়য়েড শ্রেণির ব্যথানাশক। সাধারণ ব্যথানাশক কাজ না করলে ক্যানসার রোগীদের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করা হয়। তবে এর ভয়াবহ সমস্যা হলো, এটি স্নায়ুতন্ত্রের নির্দিষ্ট রিসেপ্টরে কাজ করে প্রচণ্ড আসক্তি তৈরি করে। এতে হৃদস্পন্দন কমে যায়, সচেতনতা ও অনুভূতি লোপ পায়, শ্বাসপ্রশ্বাস বিপর্যস্ত হয়। একপর্যায়ে মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে এক অচেনা খোলসে পরিণত হয়।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আমাদের যুদ্ধ শুধু অস্ত্রের নয়। এটি বোধ ও চেতনার যুদ্ধ। তারা যুগে যুগে আমাদের মনস্তত্ত্বকে অবশ করে দেওয়ার, সচেতনতা বিকৃত করার এবং নিজেদের অস্তিত্ব ভুলিয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য নানা পথ খুঁজে এসেছে। আজ সেই নোংরা হাত তারা মাদকের মাধ্যমে আরও একধাপ এগিয়ে নিয়েছে।’

এই খবর সামনে আসতেই গাজাবাসীর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলের কাছে দ্রুত এই ঘৃণ্য মানবাধিকার লঙ্ঘনের তদন্ত দাবি করছেন ফিলিস্তিনিরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT