ফরহাদ মজহারকে কীসের হুমকি দিলেন জুলকারনাইন সায়ের? - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ

ফরহাদ মজহারকে কীসের হুমকি দিলেন জুলকারনাইন সায়ের?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে
ফরহাদ মজহার,জুলকারনাইন সায়ের, ফেসবুক পোস্ট, সামি, হাসিনা, ফ্যাসিস্ট সংবিধান, বত্রিশ গুঁড়িয়ে দেওয়া, ক্লিনিক, গুম, বিপ্লব, রাজনীতি, নেটিজেন, মন্তব্য, সামাজিক যোগাযোগ, গোপন তথ্য, রাজনৈতিক প্রভাব, উত্তেজনা, ফরহাদ মজহারের প্রতিক্রিয়া
সাংবাদিক জুলকারনাইন সায়ের এর ফেসবুক পোস্ট

গতকাল ফরহাদ মজহার একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এই লিখে যে, “বত্রিশ গুঁড়িয়ে দেওয়া তো হোল; এখন হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বাতিল এবং চুপ্পুকে অপসারণ করা হোক।”

পোস্টটি শেয়ার দিয়ে সময়ের আলোচিত সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “ওরে দেহতত্ত্ববাদি খাটাশ, কাদের বি-টিম হয়ে খেলছো সেসব কিন্তু জানি। এখনো কিন্তু মুখটা বন্ধ রেখেছি। যদি খুলে দেই তাহলে যে কি হবে তোমার। যশোর রোড, খুলনার সেই ক্লিনিক আর গুমের ড্রামাটা মনে আছে তো? জেনারেল বালবাল আর শুভ্র তুষার নিয়ে যে খোয়াব তুমি দেখছো তা পূর্ণ হবার নয়। দ্বিতীয় বিপ্লব বলেও কিছু হবেনা। তোমার এন্ড কোং এর সব জারিজুরি যদি ফাঁস হয়ে যায় বুড়ো খাটাশ, তাহলে এ বয়সে দৌঁড়াতে পারবে তো?”

সাংবাদিক সামির কথায় কিছুটা ইঙ্গিত ও কিছুটা হেঁয়ালির সন্ধান পেয়ে কৌতূহলী হয়ে উঠেছেন নেটিজেনরা। আশরাফুল ইসলাম নামের একজন কমেন্টে লিখেছেন, “আপনার সন্দেহটা মনে হয় ঠিক আছে, অনেক তথ্য পেয়েছি।”

মোরশেদ হাসিব হাসান নামের এক ফেসবুক ইউজার লিখেছেন, “জানতে চাই।”

এখন দেখার পালা জুলকারনাইন সায়ের শেষ পর্যন্ত কী বোমা ফাটান।

এদিকে, জুলকারনাইন সায়েরের পোস্টে ফরহাদ মজহারের প্রতি তার অভিব্যক্তি আরো উত্তেজনা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন ব্যক্তি এবং দল। অনেকেই এর মানে বুঝতে না পারলেও, কিছু মন্তব্যকারী সন্দেহ করছেন যে, সাংবাদিক সামি হয়তো কিছু গোপন তথ্য বা ঘটনার কথা বলছেন, যা এখন পর্যন্ত প্রকাশ পায়নি।

কিছু নেটিজেনও মনে করছেন, সামির এই কথাগুলো রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হতে পারে এবং এটি আসন্ন কোনো বড় ঘটনার ইঙ্গিত হতে পারে। তবে, এখন পর্যন্ত জুলকারনাইন সায়ের বা ফরহাদ মজহারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য আসেনি। সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলমান রয়েছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT