কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী ভারত ছাড়তে তড়িঘড়ি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পশ্চিমবঙ্গে বেওয়ারিশ কুকুরের প্রহরায় বেঁচে গেল পরিত্যক্ত নবজাতক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিএনপি নেতা শাহ জালাল দর্জি ও যুবদল নেতা লাভলুর নেতৃত্বে মব সৃষ্টি করে আওয়ামী লীগের দোসর আমিনুর রহমান ও নুর ইসলাম গং মিলে অসহায় লুৎফর রহমানের বসতভিটা ও ঘরবাড়ি অবৈধ দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ড গোল চত্বরে রবিবার (২৪ আগষ্ট) বিকেল ৫ টায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “ পতিত আওয়ামী সরকারের সময় গত ০৪ আগস্ট ২০২৪ ইং তারিখে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একই এলাকার মৃত গহর উল্লাহর পুত্র আমিনুর রহমান ও মৃত মুনছের আলীর পুত্র নুর ইসলামসহ অসহায় লুৎফর রহমানের বসতভিটা ও ঘরবাড়ি অবৈধ ভাবে দখল করে নেয়। এই বিষয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ ধারাঃ ৮ “অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনউদ্ধার” এর জন্য ভুক্তভোগী লুৎফর রহমান জেলা প্রশাসক কার্যালয়, কুড়িগ্রামে অভিযোগ দাখিল করলে অভিযোগের প্রেক্ষিতে গত ০২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সহকারী কমিশনার আর, এম শাখা কুড়িগ্রাম- হতে স্মারক নং-নং-৩১,৪৭,৪৯০০,০২১,০১,০০৩.২৪-৪৭৬(৪) কে ভূমিদস্যুদের কবল হতে বসতভিটা ও ঘরবাড়ি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কে নির্দেশ প্রদান করেন। এরই আলোকে তৎকালীন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস উক্ত বিষয় নিয়ে উভয় পক্ষকে তার কার্যালয়ে ডেকে দুই পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই পুর্বক সিদ্ধান্ত দেন যে, ভুক্তভোগী লুৎফর রহমানের পরিবারকে তাদের বসত বাড়িতে তুলে দেওয়া হবে, লুৎফর রহমানের সুপারির বাগানে থাকা দুপাশের টিনের বাউন্ডারি বেড়া আমিনুরগং নিজেরাই সরিয়ে নিবে এবং লুৎফর রহমানের ক্রয়কৃত ১২ শতক জমির দলিলে থাকা দাগ অনুযায়ী সরেজমিনে গিয়ে পজিশন নির্ণয় করার জন্য তৃতীয় পক্ষ থেকে ৫ জন গণ্যমান্য ব্যক্তিকে একটি টিম করে দেন ইউএনও মহোদয়। সাংবাদিক আনোয়ারুল হক, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের প্রস্তাবনায় ওই টিমের আহ্বায়ক করা হয় রেজাউল আলম প্রিন্সকে, সদস্য করা হয় সাংবাদিক মনজুরুল ইসলাম মঞ্জু, সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ, শাহ জালাল দর্জি, নুর মোহাম্মদ ভুট্টু, লাভলু রহমান। উক্ত ব্যক্তিরা সরেজমিনে ঘুরে এসে শাহ জালাল ও লাভলু রহমান ছাড়া সকলে একমত পোষণ করে ইউএনও’র সাথে কথা বলে আমিনুর রহমান কে লুৎফরের জমি ছেড়ে দিতে বললে বিএনপির নেতা শাহ জালাল দর্জি ও লাভলু রহমান আমিনুরের পক্ষ নিয়ে ইউএনও’র নির্দেশ অমান্য করে উল্টো গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার হুমকি প্রদান করে। আওয়ামী সরকার পতনের পর সর্বশেষ বিএনপি নেতা শাহ জালাল দর্জি, তার ভাতিজা চর ভূরুঙ্গামারী ইউনিয়ন যুবদলের সভাপতি লাভলু রহমান ও আওয়ামী লীগের কয়েকজন দোসর মিলে মব সৃষ্টি করে অসহায় লুৎফর রহমানের পরিবারকে বাড়ি থেকে বাহির করে দিয়ে এখন পর্যন্ত তার বসতভিটা ও ঘরবাড়ি দখল করে রেখেছে।

বক্তারা আরও বলেন, প্রশাসনের নীরবতার কারণেই এমন ঘটনা ঘটছে। অবিলম্বে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভুক্তভোগীর বসতভিটা, ঘরবাড়ি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT