পশ্চিমবঙ্গে 'লাভ জিহাদ' এর ফাঁদে পড়ে সুলতানার মর্মান্তিক মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পর্তুগালে ভয়াবহ দাবানল: সাতজনের মৃত্যু, বহু এলাকা পুড়েছে ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর!

পশ্চিমবঙ্গে ‘লাভ জিহাদ’ এর ফাঁদে পড়ে সুলতানার মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসি থানার কুরমুনা চন্দনপুর গ্রামের সুলতানা পারভিন প্রায় আট মাস আগে ভালোবেসে বিয়ে করেন হিন্দু যুবক প্রীতম নন্দীকে। গত ২৭ জুন শ্বশুরবাড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের অমতে গিয়ে হিন্দু যুবককে বিয়ে করতে ধর্মান্তরিত হয়ে মুসলিম থেকে হিন্দু হয়েছিলেন সুলতানা। কিন্ত বিয়ের পর থেকেই শুরু হয় অত্যাচার। শ্বশুরবাড়িতে একের পর এক শারীরিক ও মানসিক নির্যাতন চলতো তার উপর। মৃত্যুর কয়েকদিন আগে এক রাতে সুলতানা কেঁদে কেঁদে তার বাবা-মাকে ফোনে জানান যে তার উপর চরম নির্যাতন করা হচ্ছে। তাকে নিয়ে যেতে বাবা-মাকে অনুরোধও জানান সুলতানা।

মেয়ের অনুরোধে সুলতানাকে আনতে বাবা-মা আত্মীয়-স্বজন নিয়ে পরদিনই ছুটে যান মেয়ের শ্বশুরবাড়িতে। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন গাড়ি ভেঙে জোর করে সুলতানাকে নামিয়ে নেয়, মারধোর করে তার বাবাকেও। অপমানিত হয়ে ফিরে আসেন মা-বাবা।

অবশেষে গত ২৭ জুন বাড়ির একটি ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুলতানার দেহ। পরিবারের দাবি, এটা আত্মহত্যা নয়। তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগও দায়ের করেন তাঁরা।

মৃতদেহ উদ্ধার করে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেছেন,  “বিষয়টি তদন্তাধীন। প্রাথমিক তদন্ত চলছে। সব কিছু খতিয়ে দেখা হবে।”

ভারতে এই ধরণের ঘটনা বেড়েই চলছে। উগ্রবাদী হিন্দু যুবকরা মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে তাদের গর্ভে নিজেদের সন্তান জন্মানোর বিকৃত চিন্তা থেকে এই ধরণের বিশেষ মিশন হাতে নিয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি আলোচনা কয়েক বছর থেকে চলমান রয়েছে। জানা গেছে, তাদের এই মিশনের নাম তারা দিয়েছে ‘লাভ জিহাদ’।

এই বিষয়ে জনৈক বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব বলছেন, ‘এখনই সময় মুসলিম নারীদের সতর্ক হওয়ার। ইসলামি বিধান মতে, ধর্মান্তরিত হয়ে মুসলিম না হলে হিন্দু নারী বা পুরুষের সাথে কোনো মুসলিমের বিবাহ জায়েজ হয় না, বরং তা হয় ব্যভিচার। এরপরেও ভালোবাসার টানে ধর্মান্তরিত হয়ে বিয়ে করে শেষপর্যন্ত নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হলে তো একজন মুসলিম নারী তার ইহকাল ও পরকাল উভয়ই হারালো! বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক এবং একইসাথে সতর্কীকারকও বটে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT