সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এ তথ্য জানিয়েছেন।
তিনি লেখেন, ইউরোপ সফর শেষে জামায়াত আমির ও নায়েবে আমির লন্ডনে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের বাসভবনে সাক্ষাৎ করেন। দীর্ঘ এই সাক্ষাৎকালীন সময়ে তারেক রহমানও সেখানে উপস্থিত ছিলেন। বর্তমানে খালেদা জিয়া লন্ডনে তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
তবে এই সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। মারুফ কামালের মতে, এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি এর মাধ্যমে রাজনৈতিক কোনো বার্তা বা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, তা সময়ই বলে দেবে।
তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়া লন্ডনে আসার আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও সস্ত্রীক তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছিলেন। তবে সেই সাক্ষাতের বিষয়বস্তু নিয়েও কিছু জানা যায়নি।
ঢাকা, বাংলাদেশ।
নিউজ রুম মোবাইল: 01742875669
বিজ্ঞাপন ও সার্কুলেশন: 01742875669
ই-মেইল:editorsabasbd@gmail.com
All Rights Are Reserved by Dailysabasbd.com