প্রতিদিন একটি আপেল খেলে
ডাক্তারের কাছে যেতে হয় না স্বয়ং
বলেছেন কতিপয় বরেণ্য ডাক্তারবাবু।
এছাড়াও প্রতিদিন একটি কলা
টমেটো, রসুন, লেবু প্রভৃতি
বাদ যায়নি এমনকি একমুঠো ছোলা
এর বিস্তর উপকার বর্ণন।
তবু আজতক বলেনি যে কথা
পৃথিবীর কোনো তাবড় চিকিৎসক
মহর্ষী চরকের মতো রাজবৈদ্য
হাকিম আজমল খান
কিংবা সুশ্রুতও যে কথা বলতে হয়েছেন বিস্মৃত
তা আজ বলবে কবি:
Leave a Reply